Site icon Jamuna Television

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ শুরু

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ।

এর আগে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সকাল দশটা থেকে যোগ দিতে শুরু করেছেন ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা তরুণ-তরুণীরা। বিকেল পাঁচটায় তারুণ্যের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।

/এসআইএন

Exit mobile version