Site icon Jamuna Television

পাকিস্তান সিরিজে কী করবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো যাচ্ছে না তবু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন‍্য খেলবে টাইগাররা, এমন কথা বলছেন অধিনায়ক লিটন দাস। ফর্ম, স্কিল, সবকিছুর বিচারে ঘরের মাঠের সিরিজে হট ফেভারিট পাকিস্তান। কিন্তু হাল ছাড়তে নারাজ কোচ সিমন্সের শিষ্যরা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও তার আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল লিটনরা।

দলের সেরা তিন তারকা মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন। পাকিস্তান সফরে দলের অংশ হননি তরুণ পেসার নাহিদ রানা। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং শক্তিটা অনেকখানিই কমে গেছে।

অন‍্যদিকে, পাকিস্তানের আছে আধুনিক টি-টোয়েন্টি খেলার উপযোগী একাধিক ব্যাটার। নতুন অধিনায়ক আগা সালমানের নেতৃত্বে নতুন দল গড়তে গিয়ে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান দল থেকে বাদ পড়েছে। দলে নেই শাহিন শাহ আফ্রিদিও।

যদিও বাংলাদেশের মতো পাকিস্তানের ফর্মও মোটেও ভালো নয়। সবশেষ ১০ ম‍্যাচের ৭টি হেরেছে দলটি। নিউজিল‍্যান্ডের সঙ্গে সবশেষ সিরিজ হেরেছে ৪-১ এ। তার আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ হারতে হয়েছে। এমনকি জিম্বাবুয়ের সাথেও পেয়েছে হারের লজ্জা। লাহোরের উইকেট দেখে প্রত্যাশা করা হচ্ছে, ম্যাচ হতে পারে হাই স্কোরিং।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পাঁচ ম্যাচের পরিবর্তে সিরিজ হবে এখন তিনটি। এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হচ্ছে ডিআরএস ছাড়া।

সংক্ষিপ্ত ফরম্যাটে ১৯ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৩টিতে জয় লিটনদের, হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে আগার দলকে হারিয়েছে বাংলাদেশ। এই তথ্যে যদি কিছুটা আশার বাতি জ্বলে টাইগার শিবিরে!  

 /এএম


Exit mobile version