Site icon Jamuna Television

সারাহ কুকের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কু‌কের স‌ঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এন‌সিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার সাক্ষাৎ ক‌রে‌ছেন।

বুধবার (২৮ মে) এ‌প্রিল) হাইক‌মিশনারের স‌ঙ্গে এনসিপির নেতাদের বৈঠ‌কের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইক‌মিশন।

হাইক‌মিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে নাহিদ ইসলাম এবং তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয়।

/এসআইএন

Exit mobile version