Site icon Jamuna Television

এশীয় আমেরিকান ঐতিহ‍্য সম্মাননা পেলেন তাহিরুল ইসলাম

কমিউনিটিতে অসামান্য অবদান এবং নেতৃত্বের জন্য তাহিরুল ইসলামকে এশীয় আমেরিকান ঐতিহ‍্য সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) যুক্তরাষ্ট্রের প্যাটারসনের ৪০১ গ্র্যান্ড স্ট্রিটের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনে এশীয় আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ঐতিহ্য মাস উদযাপন করা হয়। সেখানেই এই সম্মাননা প্রদান করা হয়।


নেতৃত্ব ও স্থিতিস্থাপকতার উত্তরাধিকারকে স্বীকৃতি শীর্ষক এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয় এবং এশীয় আমেরিকান সংস্কৃতির বৈচিত্র্যময় দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলানিলয়ম নৃত্য গোষ্ঠীর ভরতনাট্যম নৃত্য পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে তোলে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এই মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়াও, পহেলি মডার্ন ইন্ডিয়ান কুইজিনের সৌজন্যে একটি সুস্বাদু ভারতীয় বুফে ডিনারের আয়োজন করা হয়, যেখানে অতিথিরা বিভিন্ন ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করেন।

প্যাসাইক কাউন্টি কমিশনারদের বোর্ড এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কাউন্টির বৈচিত্র্যময় সংস্কৃতিকে সম্মান জানাতে এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বদ্ধপরিকর। এই উদযাপন এশীয় আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ঐতিহ্য, অবদান এবং স্থিতিস্থাপকতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

/এটিএম

Exit mobile version