Site icon Jamuna Television

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল

ফাইল ছবি।

বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল। খেলবে বাংলাদেশের সাথে সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে পৌঁছানোর কথা ভূটানের ফুটবল দলের।

এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিটও ছাড়া হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে বাফুফে। ম্যাচের টিকিট সংগ্রহ করতে হবে টিকিফাইয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ২০০ ও ক্লাব হাউজ ১০০০ টাকা।

অপরদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রস্তুতির জন্য ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই শমিত সোমের। ৩০ মে থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। হামজা চৌধুরি ঢাকায় আসতে পারেন ১/২ জুন। ৪ জুন ম্যাচে হামজা চৌধুরি খেললে সেটা হবে বাংলাদেশের মাটিতে তার প্রথম ম্যাচ।

এর আগে গতকাল বুধবার এই দুই ম্যাচ সামনে রেখে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক
মিতুল মার্মা, সুজন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার
শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।

মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও শমিত সোম।

ফরোয়ার্ড
ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।

/এএইচএম

Exit mobile version