Site icon Jamuna Television

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ আটক ১৬

ঝিনাইদহ করেসপনডেন্ট:

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৫ জন শিশু।

বুধবার (২৮ মে) রাত সাড়ে আটটায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন– সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান (২৩), নড়াইলের কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া মাটিলা বিওপির পৃথক অভিযানে ৬৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

/এমএইচ

Exit mobile version