Site icon Jamuna Television

স্মার্টকার্ড পাচ্ছেন ইভিএম’র ৬ আসনের ভোটাররা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয় আসনে (ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে সেই আসনগুলোর যেসব ভোটার এখনো স্মার্টকার্ড পাননি তারা ভোটের আগেই পেতে যাচ্ছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি শুক্রবার ৬ নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন ভোটারের আঙ্গুলের ছাপ না পাওয়া গেলে স্মার্টকার্ড ব্যবহারের ফলে ভোটারের আঙ্গুলের ছাপ মেলানো সহজ হয়। তাই এই ছয়টি আসনে অধিকাংশ ভোটারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। উক্ত ছয়টি আসনের প্রস্তুতকৃত স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু অনেক ভোটারের তথ্যে ত্রুটি থাকার কারণে স্মার্ট কার্ড করা সম্ভব হয়নি। তাদের স্মার্টকার্ড মুদ্রণ করে ছয়টি আসনে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, উপজেলা/থানা নির্বাচন অফিসের কোন একটি স্থান হতে ভোটারের আইরিশ ও টেন ফিঙ্গার নিয়ে একটি স্লিপ দেবেন এবং এই স্লিপ ইভিএম ভোটকেন্দ্রসমূহের যে দুইটি স্থানে ডেমোস্ট্রেশন চলছে। সে সকল স্,থান থেকে ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও ভোটাররা উপজেলা/থানা নির্বাচন অফিসে আইরিশ ও টেন ফিঙ্গার দিয়ে ইভিএম ভোটকেন্দ্রের ডেমোস্ট্রেশন স্থান হতে স্মার্টকার্ড নিতে পারবেন।

এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয় ওই চিঠিতে।

Exit mobile version