Site icon Jamuna Television

আজ থেকে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, ঘোষণা অনুযায়ী রাজধানীর জুয়েলারি শোরুম গুলো বন্ধ আছে। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুয়েলারি দোকানগুলোর অধিকাংশতে তালা ঝুলতে দেখা যায়।

দোকান কর্মচারিরা জানান, মালিকের নির্দেশে তারা শোরুম খুলছেন না। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে সব জুয়েলারি দোকান বন্ধ এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দিয়েছে বাজুস নেতারা।

/এমএইচ 

Exit mobile version