Site icon Jamuna Television

ইয়েমেনের সানা বিমানবন্দরে ফের ইসরায়েলি হামলা 

হুতির ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হুতি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহর বরাত দিয়ে জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চারটি হামলা হয়েছে। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজের সর্বশেষ বেসামরিক বিমানটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল-শায়েফ।

বুধবার (২৮ মে) এয়ারপোর্টটির চারটি রানওয়ে লক্ষ্য করে চার দফায় বোমা ফেলে তেল আবিব। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাগুলো। একদিন আগেই ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। জবাবে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

এর আগেও একাধিকবার সানা বিমানবন্দরে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয় ইয়েমেনিয়া এয়ারওয়েজের আরও তিন বিমান। স্থাপনাটিকে ইয়েমেনের প্রধান বিমানবন্দর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

/এএম

Exit mobile version