Site icon Jamuna Television

নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’; এমন বৃষ্টি ঝরতে পারে দু’দিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বৃষ্টি বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। এছাড়া উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার (২৯ মে) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায়’ এ তথ্য দেয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ১১টা থেকে) খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণের ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দেশের চার সমুদ্র বন্দরেও দেয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।

এছাড়াও আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এক ব্রিফিংয়ে জানান, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সাথে থাকবে দমকা হাওয়া ও বজ্রপাত। তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার কোনো সম্ভাবনা নেই।

এই আবহাওয়াবিদ আরও বলেন, সামাজিকমাধ্যমে আবহাওয়াকে কেন্দ্র করে অনেক গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছাড়া দেশবাসীকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধও করেন তিনি।

এছাড়াও নদীবন্দরের জন্য দেয়া এক সতর্কবার্তায় বলা হয়, আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এমএইচ

Exit mobile version