
সীমান্তে পুশইনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে, লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি। এসময় সারজিস বলেন, ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও সন্তোষজনক নয়। যে ব্যক্তি (শেখ হাসিনা) বাংলাদেশের হাজারেরও বেশি মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে। তাই প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবেন, ততদিন ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে না।
সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল। তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেয়ার।
এনসিপি নেতা সারজিস আলম উত্তর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু করতে হবে। এছাড়া পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধ করে স্থানীয়দের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
/এটিএম



Leave a reply