Site icon Jamuna Television

রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাসার সামনে থাকা মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে হামলার এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাত ৯টার দিকে, সেখানে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় দেখা দেয় উত্তেজনা। জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় কয়েকটি মোটরসাইকেলে। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এএস

Exit mobile version