Site icon Jamuna Television

আজ উত্তরবঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ফাইল ছবি।

নির্বাচনী প্রচারে আজ উত্তরবঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর যাবেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সৈয়দপুর বিমান বন্দর থেকে বেরিয়ে সেখানে একটি পথসভায় যোগ দিবেন। এরপর যাবেন পার্বতীপুর। সেখানেও বিএনপি মহাসচিব পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এরপর সড়ক পথে তিনি যাবেন দিনাজপুরের রাণীরবন্দরে। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখবেন।

রোববার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রচারণা চালাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Exit mobile version