Site icon Jamuna Television

গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল। এমনটা জানিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, বিশেষ দূত উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরায়েল এই প্রস্তাবে সায় দেয়।

তিনি আরও বলেন, আলোচনা এখনও চলছে এবং আমরা আশাবাদী, গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে— যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।

ইসরায়েল সমর্থিত এই মার্কিন প্রস্তাবের বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা আনুষ্ঠানিক উত্তর দেয়ার আগে প্রস্তাবটি আরও নিবিড়ভাবে পর্যালোচনা করতে চায়।

উইটকফের নতুন প্রস্তাবে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে গুরুত্ব সহকারে আলোচনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্পর্কে মার্কিন প্রশাসন আশাবাদী বলে জানিয়েছে।

/এএম

Exit mobile version