Site icon Jamuna Television

গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে আজ শুক্রবার (৩০ মে) এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো সমাধান না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে হামাস, বলে দাবি করে সংবাদমাধ্যমটি। এছাড়াও, পরিকল্পনায় উপেক্ষা করা হয়েছে মূল দাবিগুলোকে, অভিযোগ হামাসের। তবে বিস্তারিত কোনো কারণ দর্শানো হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল।

বলা হচ্ছিলো, চুক্তিটি কার্যকর হলে কমপক্ষে ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে উপত্যকায়। এর আগে উইটকফের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিলো হামাস।

/এএম

Exit mobile version