Site icon Jamuna Television

বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে: তামিম

দেশের ক্রিকেটে যেনো একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের বিদায়, নতুন সভাপতি ও দুই সহ-সভাপতির নাম প্রকাশসহ একাধিক ইস্যুতে টালমাটাল ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সও সুখের বার্তা দিচ্ছে না। এরই মাঝে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে। এমনকি বিসিবিতে ‘ক্রিকেট’ ছাড়া সব-ই হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে তিনি এ কথা বলেন। পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের লাহোরে। সেখানেই দেশীয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম।

তিনি বলেন, শুধু জাতীয় দলের পারফরম্যান্সেই ভাটা পড়েনি, পুরো বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন সেক্টরে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, ক্রিকেট নিয়ে কেউ ভাবছেনা। খেলাটির জনপ্রিয়তাও ক্রমশ কমে যাচ্ছে।

বিশ্ব ক্রিকেটে পাওয়ার হাউস হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন উল্লেখ করে তামিম বলেন, এটা ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

তামিম আরও বলেন, ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার। বোর্ডের সভাপতি বা অন্যান্য পদ নিয়ে যে বিস্তর আলোচনা-সমালোচনা হয়, এগুলো অনর্থক। আশা প্রকাশ করেন, দায়িত্বে যারা আসবেন তারা দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে ভাববে ও কাজ করবে।

/এমএইচআর

Exit mobile version