Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্নস্থানে জলাবদ্ধতা

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় টানা দুই দিনের ঝড়ো বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিন ও রাতে বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় মানুষ ভোগান্তিতে পড়েছে।

নগরীর রাণীর বাজার সড়ক, মনোহরপুর, সিটি করপোরেশনের সামনে, স্টেডিয়াম এলাকা, রেইসকোর্স, ইপিজেড সড়ক, ঠাকুরপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা যায়।

এদিকে স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই জলাবদ্ধতার মূল কারণ। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায়ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

/এসআইএন

Exit mobile version