Site icon Jamuna Television

রংপুরে আন্তঃজেলা মলম সিন্ডিকেটের মূল হোতাসহ গ্রেফতার ১১

রংপুরে আন্তঃজেলা মলম সিন্ডিকেটের মূল হোতা ইমরান খানসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩। টার্গেট অনুযায়ী আজ দিনাজপুরের আমরুল বাড়ি গরুরহাটে তাদের অপারেশনের কথা ছিল।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব-১৩ রংপুরের সদরদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান লে: কর্নেল মো. জয়নুল আবেদীন।

গ্রেফতার হওয়া অজ্ঞান পার্টির সিন্ডিকেট প্রধান ইমরান খানের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার পাড়া গ্রামে। এছাড়াও গ্রেফতার করা হয় রাজবাড়ির পাংশার বাগদুলি গ্রোমের আব্দুল সাদেক সেখ, টাঙ্গাইলের ঘাটাইলের আথাইল শিমুল এলাকার আ. লতিফ, সিরাজগঞ্জের এনায়েতপুরের বারপুর গ্রামের মো. খসরু আহমেদ, গাইবান্ধার  সদরের উত্তর ঘঘোয়ার জয়নাল আবেদিন, মুন্সিগঞ্জের সিরাজদিখানের চর বিশ্বনাথের মহিবুল, শ্রী নগরের কামারখোলা গ্রামের রিপন ও  টঙ্গিবাড়ির পুরবা এলাকার চান শরীফ ব্যাপারি, মানিকগঞ্জের দৌলতপুরের সমেতপুর গ্রামের মো. আ. সালাম, জামালপুরের বকশিগঞ্জের খাসিরপাড়ার  মো. আজাহার উদ্দিন এবং কুষ্টিয়া সদরের হরিপুর নদীরকূল ফুলতলার রেজাউল ইসলামকে।

ব্রিফিংয়ে জানানো হয়, ভোরে মহানগরীর তিনটি হোটেলে অভিযান চালিয়ে মলম সিন্ডিকেটের এ সকল সদস্যকে গ্রেফতার করা হয়েছে । এসময় জব্দ করা হয় বিভিন্ন কোম্পানীর অনেকগুলো চেতনানাশক ওষুধ ও বিভিন্ন সাইজের চেতনানাশক হালুয়া।

র‍্যাব জানায়, ঈদকে সামনে রেখে তারা উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে রংপুরসহ বড় শহরগুলোতে অবস্থান নিয়েছে। এ অঞ্চলের পশুর হাটগুলোতে মানুষজনকে কৌশলে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন থানার একাধিক মামলার আসামি বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

/এমএইচ

Exit mobile version