Site icon Jamuna Television

দেশ ছাড়ার প্রশ্নই আসে না: ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল হওয়ার পর গুঞ্জন রটেছিল ফারুক আহমেদ দেশ ছেড়েছেন। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, দেশ ছাড়ার প্রশ্নই আসে না, আমি কি চুরি করেছি?

আজ শুক্রবার (৩০ মে) যমুনা টেলিভিশনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফারুক আহমেদ জানান, বিদেশ নয় দেশেই আছেন তিনি। আগামীকাল শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মলনে নিজের অবস্থান তুলে ধরবেন।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচনে আজ শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে জরুরি বোর্ড সভা। এতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল।

আরও পড়ুন: চীনা-আফগান ক্রিকেটের যে উন্নয়নের নেপথ্যে বুলবুল

এর আগে, বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

/এসআইএন

Exit mobile version