এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকার ডেবরাবাড়ি দিয়ে ২২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
শুক্রবার (৩০ মে) ভোরের কোনো এক সময় তাদেরকে পুশ ইন করা হয়। খবর পেয়ে বিজিবির রেমা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২২ জনকে আটক করে। বর্তমানে তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন করার বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার দুই সীমান্ত দিয়ে ২৬ জন নারী ও পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশ ইন করে বিএসএফ। সব মিলিয়ে সিলেটসহ বিভিন্ন সীমান্তে দিয়ে প্রায় ১শ’ জনকে গতকাল পুশ ইন করা হয়। অপরদিকে, লালমনিরহাট সীমান্তে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশ ইনে ব্যর্থ হয়ে ৫৮ জনকে নিজ দেশে ফিরিয়ে নেয় বিএসএফ।
উল্লেখ্য, চলমান মৌসুমে একের পর এক পুশ-ইনের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বাড়ছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
/এমএইচ
Leave a reply