ইউরোপ পর্বের ইতি, শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

|

ক্যারিয়ারের শেষ সময়ে এসে নিজের শৈশবের ক্লাবে নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ২ বছরের চুক্তিতে রোজারিও সেন্ট্রালে নাম লেখালেন তিনি।

ইউরোপের বিখ্যাত সব ক্লাবে খেলা ডি মারিয়া শিকড়ে ফিরে বলেছেন, ‘এখনও অনেক গল্প লেখা বাকি।’ আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ক্লাব রোজারিও সেন্ট্রাল আনুষ্ঠানিকভাবে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

এক ভিডিওতে ছোট্ট ডি মারিয়ার লম্বা যাত্রার গল্প শুনিয়েছে রোজারিও। ক্লাবের হয়ে খেলা ডি মারিয়া, আর্জেন্টিনার কিংবদন্তি হয়ে ওঠা এবং আবার স্বদেশের ক্লাবে ফেরা—সবটা আছে ভিডিওতে। এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিও ক্যাপশনে রোজারিও লিখেছে, ‘আমাদের একসঙ্গে গল্প লেখার জন্য আরও পৃষ্ঠা বাকি।’ সেই গল্প লেখা শুরু হবে আগামী মৌসুম থেকেই।

২০০৫ সালে এই ক্লাব দিয়েই পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন ডি মারিয়া। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, য়্যুভেন্টাস, পিএসজিসহ পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে জেতেন অসংখ্য শিরোপা।

আর্জেন্টিনার হয়ে জেতেন বিশ্বকাপ ও দু’টি কোপা আমেরিকা শিরোপা। সবশেষ মৌসুমে বেনফিকাকে বিদায় জানানো ডি মারিয়া ফিরলেন নিজ জন্মস্থানে।

অবশ্য, ডি মারিয়া তবে এখনই আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন না। পর্তুগালের ক্লাব বেনফিকা তাকে ক্লাব বিশ্বকাপে খেলার অনুরোধ জানিয়েছে। সাড়া দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া। এরপর ফিরবেন রোজারিও সেন্ট্রালে।

প্রসঙ্গত, এর আগে ক্লাবটিতে ফিরতে চাইলে জীবননাশের হুমকি পেয়েছিলেন এই উইঙ্গার। পরিবারের নিরাপত্তার কথা ভেবে সেসময় না ফিরলেও এবার ঠিকই শৈশবের ক্লাবকে বেছে নিলেন ডি মারিয়া।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply