স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে প্রবল স্রোতে তরিৎ চাকমা (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তড়িৎ চাকমা কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা ও নন্দ লাল চাকমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।
নিখোঁজের সংবাদ পেয়ে পরিবারের খোঁজ নিতে বাবুছড়ায় যান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। তিনি জানান, মাইনী নদীতে সেতু ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সাথে দেখা করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।
/এএস
Leave a reply