Site icon Jamuna Television

জিএম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে জাপার বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের মদদপুষ্ট এনসিপি এবং তার সহযোগী কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি।

শুক্রবার (৩০ মে) বিকেলে কাকরাইলের জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে এই প্রতিবাদ মিছিল করা হয়।

এ সময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা বলেন, মব জাষ্টিসের নামে লুটপাট ও ভাঙ্গচুর, এটা সভ্য দেশে হতে পারে না। সাধারণ মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে এই ভরসা জাতীয় পার্টির নেই।

তারা আরও বলেন, যারা নতুন দল গঠন করে মব জাস্টিসজের নামে দেশের আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে সরকারকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে হবে। এ সময় জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও জানানো হয়।

মিছিলটি কাকরাইলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে জাতীয় পার্টি।

/এএস

Exit mobile version