Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি অনুমোদনের নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ২২টি নতুন বসতি অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেন এক্স (টুইটার)-এ একটি পোস্টে বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী, বসতিগুলো অবৈধ। দুই রাষ্ট্রের সমাধানের পথে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করা অগ্রহণযোগ্য এবং শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টার বিরোধী।’

বৃহস্পতিবার (২৯ মে) ইসরায়েলের ফাইনান্স মিনিস্টারের ঘোষণার পর দেশটির মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দার পাশাপাশি প্রধান মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে, যারা পূর্বেই এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ – যিনি দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পক্ষে কথা বলে আসছেন – এক্স (টুইটার)-এ লেখেন, নতুন এই বসতিগুলো পশ্চিম তীরের উত্তরাঞ্চলে নির্মিত হবে। তবে তিনি সঠিক অবস্থান উল্লেখ করেননি।

/এআই

Exit mobile version