Site icon Jamuna Television

৩ মাসের জন্য নয়, আমার সভাপতিত্বের কোনও সময়সীমা নেই: বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়ে, এই পদে টি-টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, ৩ মাসের জন্য নয়, আমার সভাপতিত্বের কোনও সময়সীমা নেই।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির কাছে আমি কৃতজ্ঞ, তাদের থেকে ম্যানেজমেন্টের অনেক কিছু শিখেছি। তারা আমাকে বলছে— দেশের জন্য কাজ করতে। আমার সঙ্গে আইসিসির নির্দিষ্ট সময় নিয়ে কোনো চুক্তি নেই।

তিনি আরও বলেন, যেহেতু সময়টা অনেক কম। টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় ৭ ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলবো, যেটা আপনারা অনেক দিন মনে রাখবেন।

নতুন সভাপতি আরও বলেন, ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যেটা আগামীকাল থেকে বাস্তবায়ন করবো।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার; উপদেষ্টা তো নির্বাচক না। নির্বাচকরা তাদের কাজ করবেন।

আরও পড়ুন: বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

এরআগে, বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিকেলে জরুরী বোর্ড সভায় পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত সভাপতির দ্বায়িত্ব সামলাবেন সাবেক এই অধিনায়ক। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি ফাহিম সিনহা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বিসিবি পরিচালক হিসেবে বুলবুলকে মনোনয়ন দিলো এনএসসি

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২ (খ) (৪) মোতাবেক পরিচালক আমিনুল ইসলামকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হলো।

এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এনএসসি।

আরও পড়ুন: দেশ ছাড়ার প্রশ্নই আসে না: ফারুক আহমেদ

এরইমধ্যে গুঞ্জন উঠে ফারুক আহমেদ দেশ ছেড়েছেন। তবে তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, দেশ ছাড়ার প্রশ্নই আসে না, আমি কি চুরি করেছি?

উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়; কোচিংয়ের লেভেল টু সম্পন্ন করেন এবং যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। এরপর দেশে ফিরে আবাহনীকে জেতান ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।

আরও পড়ুন: চীনা-আফগান ক্রিকেটের যে উন্নয়নের নেপথ্যে বুলবুল

/এসআইএন

Exit mobile version