Site icon Jamuna Television

ইসলামী ধারার ব্যাংক একীভূতকরণে থাকছে না এনবিএল: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূতকরণের প্রক্রিয়ায় যুক্ত থাকছে না ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান শুক্রবার (৩০ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে— ছয়টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে। তালিকায় ৫টি ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের নামও উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়।

ন্যাশনাল ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক উল্লেখ করে আরিফ হোসেন জানান, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএলকে সম্পৃক্ত করার কোনও সুযোগ নেই।

ফলে যে পাঁচটি ব্যাংক একীভূতকরণ হবে বলে এখন পর্যন্ত জানা গেছে সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

/এমএন

Exit mobile version