Site icon Jamuna Television

হাওরে আগুনে পুড়লো পর্যটকবাহী নৌকা

সিলেট ব্যুরো:

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে আগুন লেগে রাহাবার নামের পর্যটকবাহী একটি নৌকার ৮০ শতাংশ মতো পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে রাত্রিযাপনের উদ্দেশে ১২ জন পর্যটককে নিয়ে নৌকাটি তাহিরপুরের নিলাদ্রিতে আসে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পর্যটকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

আগুন আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি এবং নৌকাটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

এ সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য নৌকাগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

/এমএন

Exit mobile version