Site icon Jamuna Television

স্টিল-অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা ট্রাম্পের

শুল্কবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্যারিফ আরও বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়ার পিটসবার্গে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। খবর রয়র্টাসের।

আগামী বুধবার থেকে কার্যকর হবে এ শুল্ক। ফলে এখন থেকে এসব পণ্য আমদানিতে ২৫ শতাংশের বদলে মার্কিনিদের গুনতে হবে ৫০ শতাংশ ট্যারিফ।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে স্টিল আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। দেশের স্টিল শিল্পকে আরও সুরক্ষিত করবে এ ট্যারিফ। কিন্তু আজ আমরা যে নিপ্পন স্টিলের বিনিয়োগের ঘোষণা দিলাম, তা সবকিছুকে ছাপিয়ে গেছে।

তিনি আরও বলেন, ১৪ বিলিয়ন ডলারের এ বিনিয়োগ শুধু পেনসিলভানিয়া নয়, আমেরিকার স্টিল শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

/এসআইএন

Exit mobile version