Site icon Jamuna Television

জয়পুরহাটে নিখোঁজের ৬ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে নিখোঁজের ছয় দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে কালাই উপজেলার হিমাইল গ্রামে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম রদিয়া আক্তার রুহি (৮)। সে উপজেলার হিমাইল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে।

পুলিশ জানায়, রুহি স্থানীয় আব্দুর রহমানের প্রথম স্ত্রীর ঘরের সন্তান। রুহি নিজের মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকলেও, পাশাপাশি হওয়ায় প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়ি যেত। গত ২৪ মে দাদির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেন তার মা।

পুলিশ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে আব্দুর রহমানের দ্বিতীয় পক্ষের শ্বশুর স্বীকার করেন—নিজ মেয়ে ও রুহির চাচার সঙ্গে মিলে তারা শিশুটিকে হত্যা করে টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুহির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত তিনজনকেই আটক করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসআইএন

Exit mobile version