Site icon Jamuna Television

খেলার ছলে পাঁচ বছরের ছেলে এক্সের হাতে চোখে ঘুষি খেলেন ইলন মাস্ক

খেলার ছলে নিজের পাঁচ বছরের ছেলে এক্স-এর হাতে চোখে ঘুষি খেলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলা প্রধান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ওভাল অফিসের অনুষ্ঠানে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডান চোখের চারপাশে পড়া নীল ছোপ নজর এড়ায়নি সাংবাদিকদের। তাদের প্রশ্নের জবাবে মাস্ক শেয়ার করেন সন্তানের সঙ্গে খুনসুটির মুহূর্তের কথা।

ইলন মাস্ক বলেন, ছেলে এক্স-এর সঙ্গে মজা করছিলাম এবং খেলার ছলে আমার মুখে ঘুষি মারতে বলেছিলাম। সে সত্যিই মেরে বসলো।

তিনি আরও বলেন, দেখা গেল, পাঁচ বছর বয়সীর আঘাতেও মুখে প্রভাব পড়ে। তখন তেমন ব্যথা অনুভব করিনি, তবে পরে নীল হয়ে গেছে জায়গাটা।

এদিকে, প্রথমে যখন তার চোখের নীল ছোপ সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, তখন রসিকতা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর থাপ্পড় প্রসঙ্গ টানেন। মাস্ক বলেন, আমি ফ্রান্সের কাছাকাছিও ছিলাম না।

তবে এ অবস্থাতেই অংশ নিয়েছেন বিভিন্ন দাফতরিক কাজে। প্রায়ই ছেলে এক্সকে নিয়ে জনসমক্ষে হাজির হন মাস্ক। এমনকি সরকারি কিংবা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ বৈঠকেও তার সাথেই দেখা যায় পাঁচ বছর বয়সী পুত্রকে।

/এসআইএন

Exit mobile version