ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১টায় সেই লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিলান। একদিকে প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য পিএসজির। অপরদিকে, ১৫ বছরের আক্ষেপ ঘোচাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফিতে চোখ ইন্টার মিলানের।
সবশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছে পিএসজি। সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় দলটা। তবে এবার দুর্দান্ত ছন্দে থাকা লুইস এনরিকের দল নতুন করে সম্ভাবনা জাগিয়েছে ইতিহাস লেখার। চলতি মৌসুমে ঘরোয়া লিগে ট্রেবল জিতেছে ফরাসি জায়ান্টরা।
চোট কাটিয়ে পূর্ণ ফিট ওসমান ডেম্বেলে। আশরাফ হাকিমি, মার্কুইনোস, নুনেজদের নিয়ে শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি মিডফিল্ডে জোয়াও নেভেস, ভিতিনহা ও ফ্যাবিয়ান রুইজেই আস্থা রাখছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
লুইস বলেন, সত্যি বলতে আমরা ইতিহাস গড়তে চাই এবং পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এখানে থাকতে পেরে। আমরা আমাদের সর্বোচ্চটা দিবো যাতে আমাদের সমর্থকদের জয় উপহার দিতে পারি।
অপরদিকে, পিছিয়ে নেই এর আগে তিনবার ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জেতা ইন্টার মিলানও। যদিও এই মৌসুমে কোনো ট্রফি জেতেনি নেরুজ্জিরা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো দলকে হারিয়েছে ইনজাগি শিষ্যরা।
ফাইনালের আগে চোট কাটিয়ে ফিরেছেন লাউতারো মার্টিনেজ ও বেঞ্জামিন পাভার্ড, বিসেকরা। যদিও পুরো ছন্দে মাঠের লড়াইয়ে কতটা পাওয়া যাবে, সে নিয়ে আছে শঙ্কাও। তবে, ডামফ্রিস, থুরাম, সোমাররা প্রস্তুত সেরাটা দিতে।
এর আগে দুই দলের দেখা হয়েছে ৫ বার, সেটাও প্রীতি ম্যাচে। যেখানে তিনটিতে পিএসজি, একটিতে জয় পেয়েছিলো ইন্টার।
উল্লেখ্য, মিউনিখে আগের চারটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দেখা মিলেছিলো নতুন চ্যাম্পিয়নের। সবমিলিয়ে কাগজে-কলমে কিছুটা এগিয়ে থাকছে পিএসজি। ইন্টারের চতুর্থ নাকি পিএসজির প্রথম— এবার অপেক্ষা লড়াইয়ের।
/এমএইচআর
Leave a reply