Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গোড়াই হাইওয়ে থানার র‍্যাকারের হেলপারকে গুলি করা হয়।

শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি হাইস গাড়ি, প্রবাসীর মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে।

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। তিনি গতকাল শুক্রবার জর্ডান থেকে দেশে আসেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এলে পিছন দিক থেকে আসা একটি হাইস গাড়ি তাদের গতিরোধ করে। সেখানে ৭-৮ জনের ডাকাত দল সবাইকে জিম্মি করে ৫-৬টি মেবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ মালামাল লুটে নেয়।

তিনি আরও জানান, মহাসড়কে টহল ও হাইয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে হাইওয়ে থানার রেকার হেলপার হাতে গুলিবিদ্ধ হন। কিন্তু ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ ও সুমাইয়ার অভিযোগ, তাদের ভাড়া নেয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েলকে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় তাদের ঘুরিয়েছে। ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে মনে করছেন তারা।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইস ও প্রবাসীর ভাড়া করা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ডাকাতদের ধরার জন্য অভিযান শুরু করা হয়েছে।

/এটিএম

Exit mobile version