Site icon Jamuna Television

ঈদযাত্রায় সকাল থেকে ছেড়েছে ১৩টি আন্তঃনগর ট্রেন, নেই কোনো সিডিউল বিপর্যয়

ফাইল ছবি।

শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। ঈদুল আজহা উপলক্ষ্যে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দ ট্রেন।

শনিবার (৩১ মে) সকাল থেকে এখন পর্যন্ত মোট ১৩টি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে। তবে এখন পর্যন্ত কোন সিডিউল বিপর্যয় হয়নি।

সরেজমিন যাত্রীদের প্রত্যাশা, গতবারের মতো এবারের ঈদেও তারা বেশ স্বাচ্ছন্দেই বাড়ি যাবে। এখনো পর্যন্ত কোনো ধরনের ভোগান্তিতে পড়েনি যাত্রীরা। অনলাইনে টিকিট কাটতে পেরে অনেকই স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন। আবার অনেকের অভিযোগ, টিকিট পেতে কিছুটা বেগ পড়াতে হয়েছে তাদের।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। যাতে করে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

/এমএইচ

Exit mobile version