Site icon Jamuna Television

নাইজেরিয়ায় সেনা অভিযানে কমান্ডারসহ নিহত ৬০

নাইজেরিয়ার সেনাবাহিনীর অভিযানে এক শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহী সহিংসতায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে বিমান ও স্থল অভিযান চালিয়েছে সেনাবাহিনী। খবর, এএফপি’র।

শুক্রবার (৩০ মে) ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালানো হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

বিটা নামের একটি সামরিক অভিযান সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ৬০ জন জঙ্গি নিহত হয়েছে।

অপরদিকে, নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র নিশ্চিত করে।

একটি পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে কুকাওয়া জেলার বোকো হারাম কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন।

প্রসঙ্গত, আবু ফাতিমা নাইজেরিয়ান সেনাবাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন, যাকে হত্যার জন্য ১০০ মিলিয়ন নাইরা (৬২ হাজার ৫০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

/এমএইচআর

Exit mobile version