Site icon Jamuna Television

অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরেছেন মেসি

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তো বটেই, পরবর্তী বিশ্বকাপের চূড়ান্তপর্বে ইতোমধ্যেই নাম লিখিয়েছে আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এখনও দুটি ম্যাচ খেলতে হবে আলবিসেলেস্তেদের। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড়দের নাম ঘোষণায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে দেশটির ফুটবল বোর্ড।

গত মার্চে আর্জেন্টিনার পোর্ট সিটি বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয়। এতে ১৬ জন মারা যায়, সেইসাথে হাজারেরও বেশি মানুষ বাড়িঘর হারায়। তাদের স্মরণে নতুন এই পন্থা এএফএ’র। ওই শহরের নানা বয়সী ও পেশার নাগরিকদের মুখে শোনা গেলো বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও হুলিয়ান আলভারেজ।

উল্লেখ্য, আগামী ৬ জুন ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে চিলি। ১১ জুন ঘরের মাঠে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স এইরেসের মাস মনুমেন্তালে।

/এমএইচআর

Exit mobile version