Site icon Jamuna Television

থাইল্যান্ডে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক বিড়াল

ব্যাংকক পুলিশ স্টেশনের গতানুগতিক একটি দিন। হটাৎই ছন্দপতন। চোর-ডাকাত-খুনী-সন্ত্রাসী নয়, আচমকা এক বিড়ালকে ধরে নিয়ে আসলেন পুলিশ কর্মকর্তা।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, পথ হারিয়ে ব্যাংককের সড়কে দিশেহারা হয়ে ঘুরছিলো আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালটি। দেখে মায়া লাগার কারণেই সেটিকে নিজের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসার। কিন্তু পুলিশ কার্যালয়ে ঢুকতেই বদলে যায় বিড়ালটির মায়াবী চেহারা! যাকে পাচ্ছিলো আঁচড়ে-কামড়ে দিতে শুরু করেছিল প্রাণীটি।

আহত হয় বেশ কয়েকজন পুলিশ। অতিষ্ট হয়ে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশের ওপর হামলার ক্রিমিনাল রেকর্ড রাখতে বিড়ালের মাগশট তুলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট দেয়া হয়। বলা হয়, অবিলম্বে মালিক এসে জামিনে ছাড়িয়ে না নিলে জেলে পুরে দেয়া হবে বিড়ালকে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে! অনেকেই আগ্রহী হয় বিড়ালটিকে দত্তক নিতে। কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যায় তার আসল মালিককে। জানা যায়, প্রাণীটির নাম ‘নুব ট্যাং’ যার অর্থ ‘টাকা গণনা’! ‘ইচ্ছে করে কামড়ায়নি, কেবল ক্ষিদে লাগার কারণে বেপরোয়া আচরণ করেছিল বিড়ালটি- এমন মুচলেকা নিয়ে মালিকের কাছে ফেরত দেয়া হয় নুব ট্যাংকে।

/এআই

Exit mobile version