Site icon Jamuna Television

সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা

গাজীপুর করেসপনডেন্ট:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল করিম খান বলেছেন, শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। আজ সন্ধ্যার মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার (৩১ মে) গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ফাওজুল করিম বলেন, দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। শিগগিরই এসব সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যেসব তিতাস কর্মকর্তারা জড়িত রয়েছেন, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিল্প অধ্যুষিত গাজীপুরের বেশ কিছু এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, কয়েক মাস ধরে লাইনে গ্যাসের চাপ কম থাকায় তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ সম্প্রতি আরও কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে শিল্পোৎপাদন। গাজীপুরের শিল্পাঞ্চল কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্রা এলাকার সুতা তৈরির কারখানাসহ বিভিন্ন শিল্পে গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে।

/এসআইএন

Exit mobile version