ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সিরেবনে একটি পাথর খনিতে ধসে পড়ার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বহু কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার (৩১ মে) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ধুলো ও পাথরের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন রেসকিউয়ার্স। ইতোমধ্যে, পাঁচটি এক্সক্যাভেটর, স্থানীয় পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।
পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে জানান, এই খনিটি ‘অত্যন্ত বিপজ্জনক’। এটি তার নির্বাচনের আগে চালু হয়েছিল এবং এখন তিনি গুনুং কুদাসহ পশ্চিম জাভার আরও চারটি ঝুঁকিপূর্ণ খনি বন্ধের পদক্ষেপ নিয়েছেন।
ইন্দোনেশিয়ার দরিদ্র শ্রমিকরা প্রায়ই ভূমিধস, বন্যা ও সুড়ঙ্গ ধসের মতো বিপজ্জনক পরিবেশে কাজ করতে বাধ্য হয়। দেশটির সরকার বারবার নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম আনলেও স্থানীয় পর্যায়ে তা প্রায়ই উপেক্ষিত হয়।
/এআই
Leave a reply