জয়পুরহাট করেসপনডেন্ট:
জয়পুরহাট সদর উপজেলায় তালগাছ থেকে পড়ে ফরিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদুল ইসলাম ধারকি গ্রামের আকন্দপাড়ার বাসিন্দা আলাল উদ্দিনের ছেলে। তিনি তাল বিক্রির সাথে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহটি ফরিদুল ইসলামের বলে শনাক্ত করেন এবং পুলিশকে অবহিত করেন।
জয়পুরহাট থানার ওসি নূর আলম সিদ্দিক জানান, ফরিদুল ইসলাম তাল সংগ্রহের উদ্দেশ্যে একটি তালগাছে উঠেছিলেন। অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।
/এএস
Leave a reply