Site icon Jamuna Television

কাশ্মিরে তুষারপাত, নিম্নভূমিতে বৃষ্টি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিভিন্ন অঞ্চলে তুষারপাত ও নিম্নভূমির এলাকাগুলোতে ভারী বৃষ্টি হয়েছে। উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার তুলাইল ও রাজদান টপ অঞ্চলে তুষারপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কাশ্মিরের শোপিয়ানের পীর কি গালি এবং শ্রীনগর-লেহ হাইওয়ে সংলগ্ন জোজিলা পাসেও তুষারপাত হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বান্দিপোরা-গুরেজ সড়ক সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় কাশ্মিরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উচ্চাঞ্চলগুলোতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এই আকস্মিক তুষারপাত ও বৃষ্টিপাত স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে কিছুটা ব্যাহত করেছে, বিশেষ করে পাহাড়ি সড়কগুলোতে চলাচলে অসুবিধা দেখা দিয়েছে। তবে কৃষি ও জলাধারগুলোর জন্য এই বৃষ্টিপাত ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

কর্তৃপক্ষ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদেরকে উচ্চাঞ্চলীয় এলাকায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, বিশেষ করে হিমবাহ ও ভূমিধসপ্রবণ অঞ্চলে।

এই তুষারপাত কাশ্মিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুললেও শীত মৌসুমের আগেই এটি স্থানীয়দের জন্য অতিরিক্ত ঠান্ডা নিয়ে এসেছে। আবহাওয়া বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করতে পারে।

/এআই

Exit mobile version