Site icon Jamuna Television

দর্শনা চেকপোস্টে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জিপি (গভর্নমেন্ট প্লিডার) বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে দর্শনা ইমিগ্রেশন পুলিশ স্ত্রী-সন্তানসহ তাকে আটক করে। বিকাশ কুমার ঘোষ (৫০) ঝিনাইদহের খর্দ এলাকার বিমল কুমার ঘোষের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, গত ১৩ মে স্ত্রী-সন্তানসহ ভারতে প্রবেশ করেছিলেন তিনি। ১৭ দিন পর আজ শনিবার তারা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময়, ইমিগ্রেশনে তাদের আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহের কোনো থানায় মামলা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এ সময়, যে থানায় মামলা থাকবে সেখানে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version