Site icon Jamuna Television

ভারতের ‘লাইক-ফর-লাইক’ বিতর্কের জেরে কনকাশন নিয়ম সংশোধনের সিদ্ধান্ত আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের নিয়মাবলিতে কিছু পরিবর্তন নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যা ২০২৫ সালের জুন থেকে টেস্ট ক্রিকেট এবং জুলাই থেকে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে। শুক্রবার (৩০ মে) উইজডেনের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে উল্লেখ করা হয়, কনকাশন সাবস্টিটিউশন প্রোটোকলের সংশোধন। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজের সময় সংঘটিত বিতর্কের জেরে এমন সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

নতুন নির্দেশিকা অনুসারে, প্রতিটি ম্যাচ শুরুর আগে দলগুলিকে ম্যাচ রেফারির কাছে পাঁচজন কনকাশন রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে। এই তালিকায় উইকেটরক্ষক, ব্যাটসম্যান, সিম বোলার, স্পিনার এবং অলরাউন্ডারের ভূমিকায় একজন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে। তবে বিরল ক্ষেত্রে ম্যাচ রেফারি পূর্ব-মনোনীত তালিকার বাইরে একজন প্রতিস্থাপনকারী খেলোয়াড় অনুমোদন দিতে পারবে, যদি তারা বিদ্যমান লাইক-ফর-লাইক মানদণ্ড পূরণ করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথম ম্যাচ থেকেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে, ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টিতে শিবম দুবের স্থলাভিষিক্ত হর্ষিত রানাকে ভারত দলে নেয়া হলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ব্যাটিং অলরাউন্ডার দুবে গত তিন বছরে ৮৯ টি-টোয়েন্টিতে মাত্র ৭২.৪ ওভার বল করেছেন। তার পরিবর্তে রানাকে নামানো হলে, তিনি তিনটি উইকেট নিয়ে নেন। এই সিদ্ধান্তের ফলে ভারত খেলায় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করেছে কিনা তা নিয়ে তৈরি হয় বিতর্ক। মূলত এর জেরেই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

/এএইচএম

Exit mobile version