Site icon Jamuna Television

এনসিপির আইন সেল গঠন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইন সেল গঠন করা হয়েছে। শনিবার (৩১ মে) দলটির যুগ্ম সদস্যসচিব (দফতর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইন সেলের সম্পাদক করা হয়েছে জহিরুল ইসলাম মুসা এবং সহ সম্পাদক করা হয়েছে হুমায়রা নূরকে।

এ ছাড়াও সদস্য করা হয়েছে, মুজাহিদুল ইসলাম শাহিন, আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, আলী নাসের খান, সাকিল আহমাদ, আরমান হোসাইন, মানজিলা ঝুমা, মো. ছেফায়েত উল্যা এবং জায়েদ বিন নাসেরকে।

সংগঠনটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসে অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএস

Exit mobile version