Site icon Jamuna Television

আবারও ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের

সাম্য হত্যাকাণ্ড প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন মন্তব্য করে আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ঢাবি শাখা ছাত্রদল।

শনিবার (৩১ মে) দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ দাবি জানান।

নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দাবিতে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যতদ্রুত সম্ভব সাম্য হত্যার রহস্য উন্মোচন করতে হবে। এ সময়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দায় বর্তমান প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

সেইসাথে, নিরাপদ ক্যাম্পাসের দাবিকে যৌক্তিক দাবি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরও ছাত্রদলের সাথে শামিল হওয়ার আহ্বান জানান গণেশ চন্দ্র রায় সাহস।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসু-হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়ালের চেষ্টা করছে। এ সময়, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেয়ার আহ্বানও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version