Site icon Jamuna Television

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এখন শুধু সময়ের ব্যাপার: আইএইএ প্রধান

যুক্তরাষ্ট্রের সাথে দফায় দফায় চলছে পরমাণু আলোচনা। কিন্তু এর মাঝেই ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে ফাঁস হলো বিস্ফোরক তথ্য। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুদের দ্বারপ্রান্তে তেহরান। বার্তাসংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা-আইএইএ’র গোপন এক প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য।

বলা হয়েছে, মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ৪০৮ কেজির বেশি ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করেছে ইরান। যা গেলো ফেব্রুয়ারির চেয়ে ১৩৩ কেজি বেশি। একই সাথে ইরানের টারকুজাবাদ, ভারামিন, মারিভান নামক স্থানে গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ পেয়েছে আণবিক শক্তি সংস্থা।

এসব তথ্যকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির আলামত হিসেবে দেখছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান।

মূলত পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজন হয় ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। যেখানে, ইরানের মজুতকৃত ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। এই অবস্থাতেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির আলোচনা শুরু হয়েছে। ৬ দফা বৈঠকে কোনো সিদ্ধান্ত না এলেও সমাধানের ব্যাপারে আশাবাদী দুপক্ষ।

এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ৬ দেশের সাথে পরামাণবিক চুক্তি করেছিলো ইরান। তবে গত মেয়াদে
২০১৮ সালে সেই চুক্তি বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। তবে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরমাণু ইস্যুতে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প।

/এআই

Exit mobile version