Site icon Jamuna Television

ট্রেনে ঈদযাত্রা: সকাল থেকে ছেড়েছে ১১টি ট্রেন, নেই ভোগান্তি

ঈদুল আজহা উপলক্ষে আগেভাগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন।

রোববার (১ জুন) ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে ১১টি ট্রেন ছেড়ে গেছে। দিনব্যাপি বিভিন্ন গন্তব্যে ৪৩ টি ট্রেন চলাচল করবে। ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ ৩টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো ৪ জুন থেকে চালু হবে।

যাত্রীরা বলছেন, টিকিট অনলাইনে হওয়ায় ভোগান্তি অনেকটাই কমেছে। সেইসঙ্গে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে।

টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

/এএস

Exit mobile version