Site icon Jamuna Television

৬ দিনের রিমান্ড শেষে আদালতে সাবেক এমপি মমতাজ

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। রোববার (১ জুন) সকাল সোয়া ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে আনা হয় তাকে।

আদালত সূত্রে জানা গেছে, নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে আবারও কারাগারে পাঠানো হতে পারে মমতাজকে।

গত ২২ মে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠান। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।

গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

/এমএইচ

Exit mobile version