Site icon Jamuna Television

বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) দিবাগত রাতে একদল যুবক নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভেঙে ফেলা হয়েছে। দলীয় ব্যানার ও সাইনবোর্ডও ভাঙা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে জাপার নেতাকর্মীরা। সদর রোডে যাওয়ার পথে দুর্বৃত্তদের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে আহত হয় কয়েকজন। এরপর রাতে কিছু যুবক এসে কার্যালয়ে ভাঙচুর চালায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বললে তারা ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানায়।

এর আগে, গত ২৯ মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটে। সে সময় তার বাসার সামনে থাকা মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়া হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

/এমএইচ

Exit mobile version