Site icon Jamuna Television

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে হাঁটু পানি

ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

রোববার (১ জুন) ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে নগরীর চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বেশকিছু নিচু এলাকা।

টানা বৃষ্টিতে সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। তবে, সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের।

পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদেরও। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

/এমএইচ

Exit mobile version