শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল আজ, সরাসরি সম্প্রচার হবে টিভিতে

|

ফাইল ছবি।

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আজ। এই বিচারকাজ সারাবিশ্বকে দেখানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রোববার (১ জুন) বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচারকাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ‘ফরমাল চার্জ’ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র আজ সরাসরি দেখতে পারবে পুরো দেশ।

এরইমধ্যে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট কোন কোন অভিযোগে বিচার হবে, তা নিয়েই আজ দুপুর ১২টার পর শুনানি হবে। বাংলাদেশ টেলিভিশন এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেইজে দেখানো হবে বিচারকাজ।

আইনজীবীরা বলছেন, সরাসরি সম্প্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে। এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন তারা। সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয় বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে বলেও মন্তব্য করেন তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply